প্রকাশিত: Mon, Jun 10, 2024 1:39 PM
আপডেট: Mon, Jun 24, 2024 1:08 AM

[১]ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা হামাসের

সাজ্জাদুল ইসলাম: [২] হামাসের পলিটব্যুরোর প্রধান ঈসমাইল হানিয়া একথা বলেছেন। তিনি বলেন, ইসরায়েল তাদের ইচ্ছা হামাসের ওপর চাপিয়ে দিতে পারবে না। ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও তার সংগঠন মানবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।  সূত্র: রয়টার্স

[৩] শনিবার গাজার মধ্যাঞ্চলের নুসেইরেত শরণার্থী ক্যাম্পে হামলা চালায় দখলদার ইসরায়েল। আলজাজিরা জানায়, এ হামলায় সেখানে একইদিনে অন্তত ২১০ জন নিহত এবং চার শতাধিক আহত হয়েছেন।  মূলত চার ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে নুসেইরেত ইসরায়েলি বাহিনী নজীরবিহীন গণহত্যা চালায়।

[৪] এমন বর্বরোচিত হামলার পরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার এই ঘোষণা দেন ঈসমাইল হানিয়া। এ ব্যাপারে এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।’ হামাস নেতা বলেন,‘যদি ইসরায়েলি দখলদাররা মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে।’

[৫] দখলদার ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে চার জিম্মিকে ছাড়িয়ে নিতে পারলেও এটিকে ইসরায়েলের জন্য একটি পরাজয় হিসেবে অভিহিত করেছেন হামাসের সিনিয়র নেতা সামি আবু জুহরি। তিনি বলেছেন, ‘৯ মাসের যুদ্ধের পর চার জিম্মিকে ফিরে পাওয়া একটি পরাজয়। এটি কোনো অর্জন নয়।’ সম্পাদনা: এম খান